সর্বশেষ :

সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানালেন শাকিব খান


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৪ । ৫:০১ অপরাহ্ণ
সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানালেন শাকিব খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পরপরই গতকাল থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেয়। এ সময় অনেক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। এসব ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পোস্ট করে শাকিব খান সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান। তিনি লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা জয় পেয়েছে। তবে এই জয়ের আনন্দ যেন দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা ম্লান না করে।

তিনি আরও লিখেন, “এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে – সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে- আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।”

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে। গত শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। পরে ৪ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১