সর্বশেষ :

শেখ হাসিনার পদত্যাগে বিলম্ব হলো বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৪ । ১২:৩০ অপরাহ্ণ
শেখ হাসিনার পদত্যাগে বিলম্ব হলো বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর
সংগৃহীত ছবি

দুটি চারদিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে অনিবার্য কারণে এই সফরটি ৪৮ ঘণ্টা পিছিয়ে দিয়েছে বিসিবি। এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।

এই সফরের পর আগামী ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম ও ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। দেশের চলমান পরিস্থিতিতে সেই সিরিজও এখন শঙ্কার মুখে।

সোমবার ছাত্র-জনতার তীব্র বিক্ষোভের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশে বিরাজ করছে অস্থির পরিস্থিতি। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনসহ বোর্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছেন বিপদে। স্বাভাবিকভাবেই তাই পাকিস্তান সফর পিছিয়ে দিয়েছে বিসিবি।

তবে এটি ৪৮ ঘণ্টার জন্য পিছিয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে দুই বোর্ড সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

এর আগে, এই সফরের জন্য চট্টগ্রামে প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছেন জাতীয় ক্রিকেটাররা। এনামুল হককে চার দিনের ও তাওহিদ হৃদয়কে এক দিনের ম্যাচগুলোর জন্য অধিনায়ক করে ভিন্ন তিনটি দল ঘোষণা করেছিল বিসিবি।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১