যশোরে শেখ হাসিনা সরকারের পদত্যাগে খুশি হয়ে দুই রাকাত শোকরানা নামাজ আদায় করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ঈদগাহে এ নামাজের প্রস্তুতি গ্রহণ করা হয়। ঈদগাহ মাঠ কর্দমাক্ত থাকায় সামনের রাস্তায় এ শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ও তাদের অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এ শোকরানা নামাজে অংশগ্রহণ করেন। শোকরানা নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
শোকরানা নামায শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শ্লোগান দিতে দিতে চাঁচড়া চেকপোষ্ট মোড়ে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :