যশোরের চাঁচড়া চেকপোষ্টে আজ মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আয়োজনে আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর শাখার সদস্যরা দল বেঁধে চাঁচড়া চেকপোষ্টে এসে জড়ো হতে থাকেন। এর আগে জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি বিশাল মিছিল শ্লোগান দিতে দিতে সেখানে মিলিত হয়। তবে, সমন্বয়কগণ মিছিলকারীদের রাজনৈতিক শ্লোগান না দেওয়ার আহ্বান জানান এবং তারা সেই আহ্বানে সাড়া দিয়ে শ্লোগান দেওয়া থেকে বিরত থাকেন।
দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, ছাত্ররা জীবন বাজি রেখে যৌক্তিক আন্দোলনে রাজপথে নেমেছিলেন এবং অনেকেই শহীদ ও আহত হয়েছেন। তাদের রক্তে অর্জিত আজকের স্বাধীনতা এবং এই স্বাধীনতাকে কেউ যেন কলঙ্কিত করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, গতকালও শহরের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা। সেই সাথে প্রত্যেক পাড়া-মহল্লায় ছাত্র-ছাত্রীদের একত্রিত হয়ে সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা রক্ষার আহ্বান জানান।
বক্তব্য শেষে শহীদ সকল ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং দোয়া শেষে উপস্থিত শিক্ষার্থীরা মিষ্টিমুখ করেন।
আপনার মতামত লিখুন :