সর্বশেষ :

মরদেহ দেখলে যে দোয়া পড়বেন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৪ । ৫:৩৫ অপরাহ্ণ
মরদেহ দেখলে যে দোয়া পড়বেন
পার্থিব জীবনের অপরিহার্য বাস্তবতা মৃত্যু। আবহমানকাল থেকেই চলছে জন্ম-মৃত্যুর অবিরাম যাত্রা। কেউ আগে মৃত্যুবরণ করে, কেউ পরে মৃত্যুবরণ করে। এ জন্য মৃত ব্যক্তিকে দেখলে জীবিতদের কিছু করণীয় থাকে। এমন সময় দোয়া করতে হয় ও কাফন-দাফনের ব্যবস্থা করতে হয়।
হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত-তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা কোনো রোগশয্যায় শায়িত ব্যক্তি কিংবা মৃতের কাছে উপস্থিত হলে তার সম্পর্কে উত্তম কথা বলবে।
কেননা তোমরা যা বলবে, ফেরেশতারা তার ওপর আমিন বলবেন।’ আবু সালামা (রা.) ইন্তেকাল করলে এক সাহাবি নবীজি (সা.)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসুল! আবু সালামা ইন্তেকাল করেছেন।
তিনি বলেন, তুমি বলো, ‘আল্লাহুম্মাগফিরলি ওয়া লাহু ওয়া আকিবনি মিনহু উকবান হাসানাহ, অর্থাৎ হে আল্লাহ! আপনি আমাকে ও তাকে ক্ষমা করুন এবং আমাকে তার চেয়েও উত্তম প্রতিদান দান করুন।’
বর্ণনাকারী সাহাবি বলেন, আমি তা-ই করলাম। আল্লাহ আমাকে তার চাইতেও উত্তম বিনিময় রাসুলুল্লাহ (সা.)-কে দান করেছেন। (ইবনে মাজাহ : ১৪৪৭) ।
সূত্র: স/ আলো

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১