সর্বশেষ :

বাংলাদেশের অস্থিরতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা, বিকল্প ভাবছে আইসিসি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৪ । ১:৩১ অপরাহ্ণ
বাংলাদেশের অস্থিরতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা, বিকল্প ভাবছে আইসিসি

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে গত এক মাস ধরে বাংলাদেশে চলমান অস্থিরতা এবং শেখ হাসিনার পদত্যাগের পর দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ৩ অক্টোবর শুরু হতে যাওয়া ১০ দলের এই বিশ্বকাপের ম্যাচগুলো ঢাকায় এবং সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কারণে বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে আইসিসিকে।

গত এক মাসে সংঘর্ষে ৪০০-এর বেশি মানুষ মারা গেছে এবং হাজারো মানুষ গুরুতর আহত হয়েছে। এই পরিস্থিতিতে আইসিসি বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাত, ভারত এবং শ্রীলঙ্কার কথা বিবেচনা করছে। তবে এই সিদ্ধান্ত নির্ভর করছে নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের পরিস্থিতির ওপর। ইএসপিএনক্রিকইনফোর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ক্রিকইনফোর মতে, আইসিসি বিকল্প ভেন্যু নিয়ে কাজ শুরু করেছে। ভারত এবং শ্রীলঙ্কা অল্প সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হলেও কিছু জটিলতা রয়েছে। শ্রীলঙ্কায় অক্টোবর মাসে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতে পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

আইসিসি দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে যাতে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১