সর্বশেষ :

‘পদ আছে নাকি গেছে’, ইশারায় বুঝালেন সাকিব


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৪ । ৪:৪৪ অপরাহ্ণ
‘পদ আছে নাকি গেছে’, ইশারায় বুঝালেন সাকিব
সংগৃহীত ছবি

সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে সেই সমালোচনাকে খুব একটা গায়ে মাখেননি তিনি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় সংসদ সদস্য হিসেবে সাকিবের কার্যক্রম অকার্যকর হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর সাকিব কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলতে নামেন। সেখানেই মাঠে খেলা দেখতে যাওয়া এক ভক্ত সাকিবকে জিজ্ঞাসা করেন, ‘সাকিব ভাই, পদ আছে নাকি গেছে গ্যা?’ ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায়, সাকিব হাত নেড়ে ইশারায় বুঝাচ্ছেন, ‘পদ গেছে!’

আওয়ামী লীগ ক্ষমতা হারালেও সাকিব নির্ভার। সরকার পতনের পর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যাটে বলে জ্বলে উঠেছেন সাকিব। তিনি ব্যাট হাতে ৩৬ রান, বোলিংয়ে ১ উইকেট এবং ফিল্ডিংয়ে ২টি ক্যাচ নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

তবে দেশে আন্দোলনকারীদের রোষানলে পড়েছেন সাকিব। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আন্দোলনকারীদের সমর্থন না দেওয়ায় ভক্তের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সাকিব। সেই সময় সাকিব পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চান, ‘আপনি দেশের জন্য কী করেছেন?’ যার ফলে দেশে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এই ক্ষোভে প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর মাগুরায় সাকিবের রাজনৈতিক কার্যালয় পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১