সর্বশেষ :

প্যারিস অলিম্পিকে দ্রুততম মানব নোয়াহ লাইলস


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৪ । ১১:১২ পূর্বাহ্ণ
প্যারিস অলিম্পিকে দ্রুততম মানব নোয়াহ লাইলস

প্যারিস অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবের খেতাব অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট নোয়াহ লাইলস। তিনি মাত্র ৯.৭৯ সেকেন্ডে রেস শেষ করে সোনা জয়ের গৌরব অর্জন করেন। তবে এটি জ্যামাইকান স্প্রিন্টার কিশানে টম্পসনের জন্যও কিছুটা হতাশার কারণ ছিল, কারণ তিনিও একই সময়ে, অর্থাৎ ৯.৭৯ সেকেন্ডে রেস শেষ করেছিলেন।

ফটো ফিনিশে নির্ধারিত হয়, লাইলস মাত্র ০.০০৫ সেকেন্ডের ব্যবধানে টম্পসনের চেয়ে এগিয়ে ছিলেন। লাইলসের সময় ছিল ৯.৭৮৪ সেকেন্ড, যেখানে টম্পসনের সময় ছিল ৯.৭৮৯ সেকেন্ড।

অন্যদিকে, আরেক মার্কিন স্প্রিন্টার ফ্রেড কার্লি ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন। টোকিও অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস এই রেসে পঞ্চম স্থান অর্জন করেন।

এই কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রেস শেষে লাইলস তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই পদকটা আমি চেয়েছি, কী কঠিন লড়াই হলো, প্রতিদ্বন্দ্বীরাও অবিশ্বাস্য ছিল। সবাই প্রস্তুত হয়েই এসেছিল আর আমি শুধু এটিই প্রমাণ করতে চেয়েছিলাম, তাদের সবার মধ্যে আমি সেই মানুষ, নেকড়ের মধ্যে আমিই সেই নেকড়ে।”

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১