সর্বশেষ :

ডি স্মার্টের বিজ্ঞাপনী চুক্তি থেকে বিদায় সাকিবের


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৪ । ২:২০ অপরাহ্ণ
ডি স্মার্টের বিজ্ঞাপনী চুক্তি থেকে বিদায় সাকিবের
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সমালোচনার মাঝে এবার আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান। ডি স্মার্ট সলিউশন লিমিটেড কোম্পানি তাদের বিজ্ঞাপনী চুক্তি থেকে সাকিবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাকিব একসময় খেলার মাঠে পারফর্মেন্স ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক চুক্তি বা শো-রুম উদ্বোধন করে আলোচিত হতেন। ইউনিফর্ম সরবরাহকারী প্রতিষ্ঠান ডি স্মার্ট সলিউশন লিমিটেডও তার সঙ্গে একটি বিজ্ঞাপনী চুক্তি করেছিল। তবে গতকাল রাতে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হাসান দুলন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই চুক্তি বাতিলের ঘোষণা দেন।

দুলন তার ফেসবুক পোস্টে লেখেন, “আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ডি স্মার্ট সলিউশন লিমিটেডের সকল টিম মেম্বার এবং বোর্ড অব ডিরেক্টরের সদস্যগণ সম্মিলিতভাবে জনাব সাকিব আল হাসানের সাথে সম্পৃক্ততা রাখতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সকলের এই সম্মিলিত দাবির সঙ্গে মত রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।”

তবে চুক্তি বাতিলের নির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। তবে চলমান পরিস্থিতির সাথে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করছেন অনেকে। ডি স্মার্টের এই পদক্ষেপের প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকেই, যা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে প্রতিফলিত হয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১