রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় রোববার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৪১ জন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে শুরু হওয়া সংঘর্ষ সায়েন্স ল্যাব থেকে জিগাতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিকাল চারটার দিকে বেসরকারি ল্যাবএইড হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনজন তাজা গুলিতে এবং বাকিরা ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন।
হাসপাতালে গুলিবিদ্ধদের সঙ্গে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, জিগাতলা এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের দিকে ছররা গুলি ও রাবার বুলেট ছুড়েছে। আহতদের জিগাতলা থেকেই হাসপাতালে আনা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রোববার সারা দেশে ব্যাপক সংঘাত ও সহিংসতায় এ পর্যন্ত ৪১ জন নিহতের খবর পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :