সর্বশেষ :

সাধারণ ছুটিতে বন্ধ থাকবে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৪ । ৭:৪৩ অপরাহ্ণ
সাধারণ ছুটিতে বন্ধ থাকবে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আগামী তিন দিন (সোম, মঙ্গল ও বুধবার) দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে সারা দেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির সময়কালে সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ রাখবে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরকারি, বেসরকারি, আধাসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত সব প্রতিষ্ঠানও সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১