যশোরে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোর’ মানবাধিকার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিতে চাই রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ সম্বলিত ব্যানার নিয়ে যশোর প্রেসক্লাব’র সামনে মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করে।
একই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্তানদের হুমকি, হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ‘সন্তানের জন্য মা’ যশোর প্রেসক্লাব’র সামনে মানববন্ধনের আয়োজন করেন। এ সময় যশোর চাচড়া মোড় হতে হাজার হাজার শিক্ষার্থীর একটি মিছিল মনিহারের উদ্দ্যেশে রওনা দিলে তারা তাদের সাথে সংহতি প্রকাশ করেন। একই দিনে যশোর আইনজীবি ভবনের সামনে যশোর জেলা আইনজীবি সমিতির সাধারন আইনজীবিবৃন্দ স্বৈরাচারের পদত্যাগ সম্বলিত ব্যানার নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় ছাত্র জনতার মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি মনিহার চত্বরে এসে জনসমাবেশে রুপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :