সর্বশেষ :

ভয়াবহ বন্যায় উত্তর কোরিয়াকে সহযোগিতার অঙ্গীকার রাশিয়ার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৪ । ৫:১৬ অপরাহ্ণ
ভয়াবহ বন্যায় উত্তর কোরিয়াকে সহযোগিতার অঙ্গীকার রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভয়াবহ বন্যায় অবর্ণনীয় ক্ষয় ক্ষতির কারণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি সমবেদনা জানিয়েছেন। শনিবার ক্রেমলিন এ কথা জানিয়েছে। কিমকে এক টেলিগ্রাম বার্তায় পুতিন বলেছেন, বন্যা ও ঝড়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমি সমবেদনা ও সমর্থন জানাচ্ছি।

পুতিন আরো বলেছেন, আপনি সবসময় আমাদের সহায়তার ওপর নির্ভর করতে পারেন। এর জবাবে রোববার উত্তর কোরিয়া বলেছে, ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া অবিলম্বে মানবিক সহায়তা দেয়ারও প্রস্তাব করেছে। এ প্রেক্ষিতে কিম জং উন বলেছেন, একজন প্রকৃত বন্ধুর প্রতি তিনি বিশেষ গভীর আবেগ অনুভব করছেন।

চলতি সপ্তাহে পিয়ংইয়ং জানিয়েছে, চীনের কাছে দেশটির উত্তরাঞ্চলে ২৭ জুলাই রেকর্ড প্রবল বর্ষণে অনির্দিষ্টসংখ্যক লোক মারা গেছে, বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর ও ফসলি জমি।

এদিকে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে দেশটির সংবাদ মাধ্যম থেকে বলা  হয়েছে, বন্যায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা ১৫শ ছাড়িয়ে গেছে। কিম এ খবর প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের অসম্মানিত করতেই দক্ষিণ কোরিয়া এসব প্রচারণা চালাচ্ছে।

 

সূত্র: বাসস

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১