সর্বশেষ :

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠছে যে গান


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৪ । ২:০৬ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠছে যে গান
সংগৃহীত ছবি

স্বাধীনতার সংগ্রামের সময় যেমন গান ছিল সম্মুখ যোদ্ধাদের সাহস ও শক্তির উৎস, তেমনি আজও শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে গান হয়ে উঠেছে প্রতিবাদের অন্যতম হাতিয়ার। চলমান সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে হাজার হাজার মানুষকে রাজপথে নামিয়েছে এই গান। সংগীতযোদ্ধাদের কণ্ঠে বিদ্রোহের সুর মানুষের মনে অগ্নিস্রোত বইয়ে দিচ্ছে।

সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলা এই গানগুলোই প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছে। সেসব গানের শিল্পী, গীতিকবি, সুরকার, সংগীতায়োজক তারকা হোক বা আনকোরা কেউ, সেই প্রশ্ন আর মুখ্য নয়। এক তরুণ র্যাপার হান্নানকে আমরা দেখেছি প্রতিবাদী শিল্পীদের সামনের সারিতে। তাঁর গাওয়া ‘আওয়াজ উডা’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে শুরু হওয়া এই গানটি সরকারের বিরুদ্ধে অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়েছে, যা শ্রোতাদের মনে অগ্নিঝড় বইয়ে দিয়েছে। যদিও হান্নানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে, তবুও তাঁর গান সময়ের সাহসী উচ্চারণ হিসেবে দাঁড়িয়েছে।

কণ্ঠশিল্পী সায়ান, যিনি দীর্ঘদিন ধরে গানে গানে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন, এবারও রাজপথে আওয়াজ তুলেছেন। কোটা সংস্কার আন্দোলনের শহীদের নিয়ে তাঁর গাওয়া নতুন গানটি শুনে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। তরুণ শিল্পী পারসা মাহজাবীনের ‘চলো ভুলে যাই’ গানটি আন্দোলিত করেছে লক্ষাধিক শ্রোতার হৃদয়। চব্বিশের গেরিলার স্বনামে প্রকাশিত গানটিও চলমান ছাত্র আন্দোলনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে।

তরুণ শিল্পী সেজানের ‘কথা ক’ গানটিও আন্দোলনকারীদের মুখে মুখে ফিরছে। ওয়ারফেইজ ব্যান্ডের সাবেক তারকা গিটারিস্ট অনি হাসানের কম্পোজিশনে কাজী জোহাদ ইয়াদানীর ‘আমরা বীর’ গানটি প্রকাশের পরপরই সাড়া ফেলেছে। এছাড়া কোল্ডক্রাফটের ‘বায়ান্ন’, অ্যাজ অমিক্সের ‘রক্ত’, ম্যাক-ই-ম্যাক ও জিকে কিবরিয়ার ‘স্লোলাগান’ ও ‘ইনকিলাব’, সিয়াম ফারদিনের ‘আবু সাঈদ’, নাহিদ হাসানের ‘জবাব দেনা’, রেভ্যুলেশন ইন মোশনের ‘পাল্টে দে ইতিহাস’, ভয়েস অব রেভ্যুলেশনের ‘রাজাকার’, লুনাটিক্স বীর ও রিদমাস্ত্রের ‘দেশ কার’সহ আরও বেশ কয়েকটি গান চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের বড় অস্ত্র হয়ে উঠেছে।

নব্বই ও শূন্য দশকে প্রকাশিত দেশের প্রথম সারির ব্যান্ড মাকসুদ ও ঢাকার ‘আবার যুদ্ধে যেতে হবে’, আর্কের ‘আর কত মৃত্যু’, ওয়ারফেজের ‘জনস্রোত’ গানগুলোও প্রতিবাদী জনতার মাঝে নতুন করে সাড়া ফেলতে শুরু করেছে। যা প্রমাণ করে, বিদ্রোহ, প্রতিবাদ ও ইতিহাসের পট পরিবর্তনে গান বুলেট ও বোমার মতোই একটি শক্তিশালী হাতিয়ার।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১