রাজধানীর ফার্মগেট-কারওয়ানবাজার এলাকায় সংঘর্ষে নিহত তিন আন্দোলনকারীর লাশ নিয়ে রাজপথে নেমেছে বিক্ষোভকারীরা। রোববার বিকাল সোয়া ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশগুলো বের করে শহিদ মিনার থেকে শাহবাগের দিকে স্লোগান দিতে দিতে অগ্রসর হন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা “আমার ভাই মরল কেন? জবাব চাই জবাব চাই” এবং “এক দফা এক দাবি, সরকারের পদত্যাগ” ইত্যাদি স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, “সারাদেশে আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে এবং তাদের হত্যা করা হয়েছে। ঢাকায়ও অনেককে হত্যা করা হয়েছে। এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
এই বিক্ষোভ এবং শোকের মিছিলের মাধ্যমে আন্দোলনকারীরা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং সরকারের বিরুদ্ধে তাদের দাবি আদায়ের আহ্বান জানাচ্ছেন।
আপনার মতামত লিখুন :