সর্বশেষ :

ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে আওয়ামী লীগ: নানক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৪ । ৭:৩৬ অপরাহ্ণ
ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে আওয়ামী লীগ: নানক
ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়।

রোববার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নানক এসব কথা বলেন।

নানক বলেন, সরকার পতনের দাবি ছাত্রদের নয়, এটি বিএনপি-জামায়াতের। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই। তিনি আরও বলেন, “এই আন্দোলনের কারণে দেশজুড়ে হত্যা ও সহিংসতা চলছে। আন্দোলনের নেতৃত্ব দানকারীদের এসব হত্যাযজ্ঞ ও সহিংসতার দায় নিতে হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে, আজ (রোববার), রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে। সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা দেশে পুলিশসহ ৫৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে নানক বলেন, “বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী যে অরাজকতা করছে, তা প্রতিহত করতে হবে।” তিনি দেশবাসীর প্রতি এই অরাজকতা প্রতিহত করার আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন কিংবা ব্রিফিং করে আসছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আজ প্রথমবারের মতো সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্রিফিং করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতারা।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১