সর্বশেষ :

দিনাজপুরে হুইপের বাড়ি ও পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষে আহত ৩০


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৪ । ৪:৪০ অপরাহ্ণ
দিনাজপুরে হুইপের বাড়ি ও পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষে আহত ৩০

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার ভাই জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং পুলিশের দুটি গাড়িতেও আগুন দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং গুলি চালায়, যার ফলে অন্তত ৩০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন।

সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও পলিটেকনিক কলেজ মোড় এলাকায় জড়ো হতে থাকেন। দুপুরে দিনাজপুর পলিটেকনিক কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। তারা সদর হাসপাতাল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষের মধ্যে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরা মুন্সিপাড়া এলাকায় পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার ভাই জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এই ঘটনায় ৬ জন সংবাদকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১