সরকার পতনের ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলনের মধ্যে বিভিন্ন স্থানে ‘জঙ্গি হামলা’ হচ্ছে জানিয়ে সতর্ক করেছে সরকার। রোববার সংঘাতে মানুষের প্রাণহানির মধ্যে একটি ‘সরকারি প্রেস বিজ্ঞপ্তি’ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনের মধ্যে শেষ পর্যন্ত সরকার পতনের ডাক এবং অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে।
আপনার মতামত লিখুন :