সর্বশেষ :

চীনের পূর্বাঞ্চলে রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৪ । ৩:১৭ অপরাহ্ণ
চীনের পূর্বাঞ্চলে রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহ
A passenger drinking water is silhouetted against the sun on a hot summer day at Jalandhar Cantonment railway station in Jalandhar on June 11, 2024 amid heatwave. India's heatwave is the longest ever to hit the country, the government's top weather expert said on June 10 as he warned people will face increasingly oppressive temperatures. Parts of northern India have been gripped by a heatwave since mid-May, with temperatures soaring over 45 degrees Celsius (113 degrees Fahrenheit). (Photo by Shammi MEHRA / AFP)

চীনের পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। হ্যাংজু শহরের তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে, যা পূর্ববর্তী রেকর্ড ৪১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে। এটি ২০২২ সালের রেকর্ডকে ভেঙে দিয়েছে।

ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংজু, যা এক কোটি ২৫ লাখ মানুষের আবাসস্থল এবং প্রযুক্তির কেন্দ্র হিসেবে পরিচিত, বর্তমানে চরম গরমের সম্মুখীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বাসিন্দা অভিজ্ঞতা প্রকাশ করেছেন যে, “মনে হচ্ছিল আমি গলে যাচ্ছি।”

চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ। তবে দেশটি ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ কমানোর এবং ২০৬০ সালের মধ্যে এটি সম্পূর্ণভাবে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

 

সূত্র: বাসস

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১