কোটা সংস্কার আন্দোলনে নিহত জিহাদের পরিবার এবং কিছু সাধারণ শিক্ষার্থী আজ রোববার (৪ আগস্ট) বিক্ষোভ মিছিল করেছে। রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবদ এলাকা থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে একটি ঝটিকা মিছিল শুরু হয়।
মিছিলটি দশমিনা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলখোলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মিছিলে ঢাকা কবি নজরুল কলেজের এমএ প্রথম বর্ষের শিক্ষার্থী নিহত জিহাদের পরিবারের পক্ষ থেকে মোঃ মেরিলিন মোল্লা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং কলেজ ছাত্র দলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :