সর্বশেষ :

এনায়েতপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ, ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৪ । ৭:৫৭ অপরাহ্ণ
এনায়েতপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ, ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা

সরকারের পতনের দাবিতে চলমান ছাত্র-জনতার এক দফা আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীদের দ্বারা ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মরদেহ থানার সামনে ও ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। রোববার সন্ধ্যা পৌনে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়নি।

পুলিশ সুপার অফিসের সূত্র অনুযায়ী, জেলা সদর থেকে পুলিশ এনে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে নিহত পুলিশ সদস্যদের নাম, পরিচয় বা পদবী এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনার পর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা আতঙ্কিত অবস্থায় রয়েছেন।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশনস অ্যান্ড ক্রাইম) বিজয় বসাক জানান, সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে ১১টি মরদেহ উদ্ধার করেন। এর মধ্যে আটটি মরদেহ মসজিদের পাশে স্তূপ করা অবস্থায় পাওয়া যায় এবং তিনটি মরদেহ পুকুরে পাওয়া যায়। এখনও বেশ কয়েকজন পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদুল হাসান সিরাজ বলেন, “আন্দোলনকারীরা বর্তমানে থানা এলাকায় নেই। দ্রুত মরদেহগুলো উদ্ধার করা প্রয়োজন, না হলে রাতের অন্ধকারে আন্দোলনকারীরা সেগুলো গুম করতে পারে। জানা গেছে, থানায় ৩৬ জন পুলিশ সদস্য ছিলেন। আহত অবস্থায় কেউ আশেপাশে পালিয়ে থাকতে পারেন বা থানার ভেতরেও থাকতে পারেন। তাদের খুঁজে বের করাও জরুরি।”

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেন। তিনি জানান, আন্দোলনকারীদের দ্বারা নিহত পুলিশ সদস্যদের নাম, পরিচয় ও পদবী শনাক্ত করার চেষ্টা চলছে। সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ হান্নান মিয়া জানান, প্রথমে হাজারখানেক মানুষ থানার দিকে আসে এবং কিছুক্ষণ অবস্থান করার পর চলে যায়। পরে কয়েক শ মানুষ থানায় এসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এখনও পর্যন্ত ১১-১২ জন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১