বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে বিক্ষোভ করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে উত্তাল হয়ে উঠে পুরো উপজেলা শহর।
রোববার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আয়োজনে সুন্দরগঞ্জ পৌরশহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বাহিরগোলা মসজিদ মোড়ে গিয়ে অবস্থান নেয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। ক্ষুব্ধ শিক্ষার্থীদের সমস্বরে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘এক দুই তিন চার, খুনি হাসিনা গদি ছাড়’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, সরকারের কাছে যৌক্তিক দাবি উত্থাপন করেছিলাম। অথচ সেই দাবি আদায়ের বিপক্ষে আমাদের শত শত ভাইবোনকে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েক হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। তাই এখন আর কোনো আপস বা সংলাপের সুযোগ নেই। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পৌরশহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রাখেন। এছাড়া শহরে সীমিত আকারে রিকশা, অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করলে তাদেরকে বাধা দেয়া হবে না। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
আপনার মতামত লিখুন :