সর্বশেষ :

অন্যায় দেখে চুপ থাকা কাপুরুষতা: প্রভা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৪ । ১:৫১ অপরাহ্ণ
অন্যায় দেখে চুপ থাকা কাপুরুষতা: প্রভা
ফাইল ছবি

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যারা চুপ করে আছেন, তাদের কাপুরুষ বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, “যারা অন্যায় দেখে চুপ থাকে, তারা এক ধরনের কাপুরুষ। কিন্তু যারা লীগের পক্ষে অথবা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলছে, তাদেরকে চিনে রাখুন।”

প্রভা নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ মন্তব্য প্রকাশ করেন এবং একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে তিনি একজন ভুক্তভোগীর কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, “এই ধরণের মানুষেরা স্বার্থপর ও সুবিধাবাদী। এদের থেকে সতর্ক থাকুন। এরা সুবিধাবাদী, স্বার্থপর এবং নিম্নমানের মানুষ। এদের কখনো বিশ্বাস করবেন না, নিজের স্বার্থের জন্য এরা মানুষের ক্ষতি করতে দ্বিতীয়বার চিন্তা করবে না।”

চলমান কোটা সংস্কার আন্দোলনে অনেকেই সমর্থন জানিয়েছেন, বিশেষত শিল্প ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা। তাদের মধ্যে দৃশ্যমান শিল্পী সমাজের ব্যানারে অভিনয় শিল্পীরা ফার্মগেটে নেমে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতার পক্ষে কথা বলেন।

শনিবার ধানমন্ডিতে সংগীতশিল্পীরা একত্রিত হয়ে শহীদ মিনারে পদযাত্রা করেন। এই আয়োজনে দেশের সকল ব্যান্ডদল, শিল্পী, সুরকার, ও গীতিকাররা উপস্থিত ছিলেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১