মনীষীদের দৃষ্টিতে সকালের ঘুম
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৪ । ১:২৮ অপরাহ্ণ
ফলো করুন-
পূর্বসূরি বুজুর্গ ব্যক্তিবর্গও ফজরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। উরওয়া ইবনু জুবাইর (রহ.) বলেন, জুবাইর (রা.) তার সন্তানদের ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করতেন।
উরওয়া (রহ.) বলেন, ‘আমি যখন কারও ব্যাপারে শুনি, সে ভোরবেলা ঘুমায় তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি’ (মুসান্নাফ ইবনু আবি শাইবা : ৫/২২২)।
আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, ‘ওঠো, তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো, যখন রিজিক বণ্টন করা হচ্ছে?’ (যাদুল মায়াদ : ৪/২৪১)।
যান্ত্রিকতা, কথিত সভ্যতা আমাদের একে একে সুন্নাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। জাহেল শ্রেণির কথা তো বাদই, যারা এই দ্বীনকে আঁকড়ে ধরে চলতে চান; যারা ফজরের সালাত আদায় করেন, তাদেরও ফজরের পর একটু চোখ না বুজলেই নয়।
অথচ ওই সময়টাই হলো বরকত অবতরণের সময়। প্রাচুর্য বণ্টনের মুহূর্ত। তাই আমাদের সময়ে বরকত হয় না। জীবনে প্রাচুর্য নামে না। সুতরাং জীবনকে বরকত ও প্রাচুর্যময় করতে ফজরের পরের ঘুমকে না বলি। মহান আল্লাহ আমাদের তওফিক দান করুন।
সূত্র: স/ আলো
আপনার মতামত লিখুন :