সর্বশেষ :

কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির বিচার দাবি ক্রীড়া সাংবাদিকদের


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৪ । ৭:৫১ অপরাহ্ণ
কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির বিচার দাবি ক্রীড়া সাংবাদিকদের

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং আন্দোলনে প্রাণহানির ঘটনায় বিক্ষুব্ধ হয়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশের ক্রীড়া সাংবাদিকরাও।

আজ শনিবার (৩ আগস্ট) বেলা ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাঙ্গণে ‘আমরা ক্রীড়া সাংবাদিক’ ব্যানারে মানববন্ধন করেন ক্রীড়া সাংবাদিকরা। তারা নৃশংসতায় প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর যে নৃশংসতা হয়েছে, এর উপযুক্ত বিচার করতে হবে। একইসঙ্গে সাংবাদিকরা বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামান মানববন্ধনে অংশ নিয়ে বলেন, ‘গত কিছুদিন, জুলাই মাসে যা ঘটেছে এবং এখন যা ঘটছে, তাতে শোক জানানোর কোন ভাষা নেই। শুধু একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে নয়, আমি এখানে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এসেছি। আমি মর্মাহত, শোকাহত।’

চ্যানেল ২৪ এর বিশেষ প্রতিনিধি রেজওয়ান উজ জামান বলেন, ‘প্রতিটি হত্যার বিচার চাই। আমাদের একটাই দাবি, একটাই কথা যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা মনে করি, সকল পক্ষ থেকে আমরা যদি এই দাবিটা গণজোয়ারে পরিণত করতে পারি, তাহলে এই দাবি পূরণ হবে।’

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১