সর্বশেষ :

আজ ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে গানে গানে সংহতি প্রকাশ করবেন শিল্পীরা


বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৪ । ১১:৫৮ পূর্বাহ্ণ
আজ ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে গানে গানে সংহতি প্রকাশ করবেন শিল্পীরা
প্রতীকী ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সারা দেশ উত্তাল ছিল। শিক্ষার্থীদের ওপর হামলা ও মৃত্যুর পর শোবিজ তারকারা তাদের সমর্থন জানাতে শুরু করেন।

 

সাম্প্রতিককালে উত্তাল পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা, নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির মতো ঘটনা অব্যাহত আছে। এ নিয়ে বিভিন্ন তারকা প্রতিবাদ জানাচ্ছেন।

 

গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করবেন সংগীত শিল্পীরা। ঢাকার বাইরে থাকা শিল্পীরা নিজ নিজ জেলায় উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।

 

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মৃত্যু, সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা চলমান ছাত্র আন্দোলনের গতিকে থামাতে পারেনি। দেশের সংস্কৃতি অঙ্গন ছাড়াও সাধারণ মানুষও ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১