কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে চলা সহিংসতার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে বিনোদন জগতের তারকারাও সরব হয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) ফার্মগেটে বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সমবেত হন দেশের বিখ্যাত শিল্পীরা। এই সমাবেশে উপস্থিত ছিলেন অমিতাভ রেজা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, আজমেরি হক বাঁধন, নীল হুরে জাহানসহ আরও অনেকে। তারা সবাই বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেন।
অভিনেতা সিয়াম আহমেদ বলেন, “এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নেই। পুরো দেশের মানুষ এখন একটাই কথা বলছে। যখন দেশের মানুষ ন্যায্য দাবিতে আন্দোলন করেন, তখন সেটি উপেক্ষা করা উচিত নয়। আমাদের ভাই-বোনেরা যে মারা গেলেন, তা মেনে নেওয়া যায় না। যারা সুস্থ স্বাভাবিক মানুষ, তারা রাতের ঘুম হারিয়ে ফেলবেন। ‘কারো পানি লাগবে’ কথাটি আমার মনে এখনো বেজে চলছে, যতদিন এটি মনে থাকবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। আমরা যারা বিনোদন জগতের অংশ, দেশের মানুষের জন্য কাজ করি। তরুণরাই আমাদের মূল দর্শক। আজ আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, তবে আমরা কি কাজ করলাম?”
তিনি আরও যোগ করেন, “আমার নিজের সন্তান আছে। আজ থেকে ১০ বছর পর সে যদি আমাকে প্রশ্ন করে তখন তুমি কি করেছিলে, আমি যেন বুক উঁচু করে বলতে পারি যে আমি তাদের পাশে ছিলাম। এই বাচ্চারা কোনো অনৈতিক দাবি করেনি যার জন্য তাদের প্রাণ হারাতে হবে। প্রতিটি বাবা-মায়ের কান্না সহ্য করা যায় না। এর বিচার না হলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না।”
অভিনেত্রী আজমেরি হক বাঁধন বলেন, “আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। এই অবস্থায় বিবেকবান কেউই স্থির থাকতে পারেন না। আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি।”
রাজপথে শিক্ষার্থীদের সঙ্গে থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও দেশের তারকারা কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন। নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সংগীতশিল্পী সবাই তাদের অবস্থান স্পষ্ট করছেন।
আপনার মতামত লিখুন :