দেশের উত্তপ্ত পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে সমবেত হয়েছিলেন দেশের অনেক শিল্পী। এই সমাবেশে অংশ নেওয়া দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের সদস্যরা শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন জানান।
অভিনেতা সিয়াম আহমেদ বলেন, “আমার আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। কারণ, পুরো দেশের মানুষ একই কথা বলছে। দেশের মানুষ সবাই একসঙ্গে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা মাথায় আনা দরকার। আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন, মৃত্যুগুলো দেখে আপনি রাতে ঘুমাতে পারবেন না। সত্যি কথা বলতে আমার কানে এখনো বাজে—’কারো পানি লাগবে?’ এটা যতদিন আমার মাথায় থাকবে ততদিন মনে হয় আমি শান্তিতে ঘুমাতেও পারব না।”
সিয়াম আরও বলেন, “আমরা যারা বিনোদন অঙ্গনে আছি, তারা তো মানুষের জন্যই কাজ করি। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আমরা যদি তাদের পাশে না থাকতে পারি তাহলে এই অঙ্গনে কাজ না করাই ভালো।”
তিনি তার সন্তান জোরাইজ আহমেদ জায়ানের কথা উল্লেখ করে বলেন, “আমার সন্তান আছে। আজ থেকে ১৫ বছর পর সে তো এই ব্যাপারগুলো জানবে। সে যদি আমাকে প্রশ্ন করে আমি শিক্ষার্থীদের জন্য কী করেছি? আমি তার কাছে কী উত্তর দেবো? এসব শিক্ষার্থী হত্যার বিচার যতদিন না হবে ততদিন কোনো মানুষই শান্তি পাবে না। তাই দ্রুত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি জানাই।”
এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেতা মামুনুর রশিদ, চলচ্চিত্রকার আকরাম খান, নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, নাজিয়া হক অর্ষা, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার, অভিনেত্রী নাদিয়া ও শাহানা রহমান সুমিসহ আরও অনেকে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :