কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে প্রথম থেকেই দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। জনপ্রিয় নির্মাতা, চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সাররা এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
আন্দোলনের সংঘাত-সহিংসতা এবং গ্রেফতার-হয়রানির ঘটনার প্রতিবাদে শোবিজ অঙ্গনের সমর্থন অব্যাহত রয়েছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে তাহসান সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন এবং নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তবে, এই পোস্টটি শেয়ার করার পর নেটিজেনদের একাংশ তাহসানকে নিয়ে সমালোচনা করেন। তাদের দাবি, তাহসান সময়ের সঙ্গে সুযোগ নিয়েছেন; যেখানে অধিকাংশ তারকারা আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন। তাহসানের দেরিতে সাড়া দেওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেন।
এক নেটিজেন মন্তব্য করেন, “ঘুম ভেঙেছে।” আরেকজন লিখেছেন, “সিরিয়াসলি ম্যান? এখন ঘুম ভাঙছে? আপনি আমার আইডল ছিলেন! আমার আইডল এখন রাফি, মুগ্ধ, আবু সাঈদ।” কেউ উল্লেখ করেন, “প্রতিবাদটি আরও আগে করা উচিত ছিল।”
উল্লেখ্য, তাহসান শোবিজের বাইরেও পেশায় একজন শিক্ষক। দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। তাই তরুণ শিক্ষার্থীদের পাশে তাহসানের সমর্থন সেই শুরু থেকেই আশা করেছিলেন অনেকে।
আপনার মতামত লিখুন :