শোকাবহ আগস্টের প্রথম দিনে আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থান মসজিদে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কাদের খান।
দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে আওয়ামী যুবলীগ। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
রাজধানীর কাফরুল এলাকায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। সংগঠনের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে ১৫ আগস্টের শহিদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে যুব মহিলা লীগ। এদিন সকাল ৭টায় সংগঠনের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে, দিনের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাজধানীর শাহবাগ মোড়ে মোমবাতি প্রজ্বালন করে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে মোমবাতি প্রজ্বালন করা হয়। এতে কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, শোক দিবস উপলক্ষে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর সড়কে মোমবাতি প্রজ্বালন ও খাদ্য বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েও তা পালন করতে পারেনি মৎস্যজীবী লীগের নেতারা।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :