গত কয়েক বছর দেশি নায়িকাদের সঙ্গে খুব একটা কাজ করছেন না ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার নজর বিদেশি নায়িকাদের দিকে। কাজ করেছেন কলকাতার নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, ইধিকা পাল এবং সবশেষ মিমি চক্রবর্তীর সঙ্গে।
বলিউডের সোনাল চৌহানের সঙ্গেও ‘দরদ’ নামে একটি সিনেমায় কাজ করেছেন শাকিব খান। এছাড়া গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’-এ তাকে দেখা গেছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির বিপরীতে। এবার নতুন দেশে নতুন বিদেশি নায়িকার খোঁজে নেমেছেন বাংলাদেশি কিং খান।
এরই মধ্যে আরব আমিরাতের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। সম্প্রতি সেখানে অবস্থানকালে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান শাকিব। জানান, পাকিস্তানে তার সিনেমা মুক্তি দিতে চান। একই সঙ্গে দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজের আগ্রহও প্রকাশ করেন।
শাকিব খান বলেন, ‘আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে। একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই হবে। তারাও বাংলাদেশে আসবেন, আমরা একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানে সিনেমা মুক্তি দেওয়াটাই আমার পরিকল্পনা।’
কিং খান বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান- এ দুটি দেশ একটা সময় চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে। আমরা একসঙ্গে কাজ করেছি। দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাদিম জি একটা সময় কাজ করে গেছেন। বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়া বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন।’
শাকিব খান জানান, পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। ফলে নায়কের সামনের কোনো সিনেমায় পাকিস্তানি কোনো জনপ্রিয় নায়িকাকে দেখা যাবে- এমনটাই আশা করছেন তার ভক্ত-সমর্থকরা।
শাকিব খানের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। যেটি কোরবানির ঈদে মুক্তি পায় এবং দেশের প্রেক্ষাগৃহ থেকে রেকর্ড পরিমাণ আয় করে। মুক্তির অপেক্ষায় আছে কিং খানের ‘দরদ’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: ঢা/টা
আপনার মতামত লিখুন :