বলিউডের বচ্চন পরিবারকে নিয়ে চর্চা থামার নামই নেই। মঙ্গলবার সংসদের অধিবেশনে জয়া বচ্চনেরেএকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে ‘শ্রী জয়া অমিতাভ বচ্চন’ বলে ডাকায় তিনি ক্ষেপে যান। তারই মাঝে পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্য জীবন নিয়ে এলো নতুন আপডেট।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঐশ্বরিয়া বর্তমানে আছেন নিউইয়র্কে। স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে ছেড়ে একাই সেখানে ঘুরছেন সাবেক মিস ইউনিভার্স। অভিষেকের কাছ থেকে ডিভোর্স নিয়ে আসা প্রতিক্রিয়ার পর এই প্রথম জনসম্মুখে দেখা গেল ঐশ্বরিয়াকে।
জেরি রেইনা নামে এক অনুরাগী ঐশ্বরিয়ার সঙ্গে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি যে রেস্তোরাঁতে কাজ করেন, সেখানেই গিয়েছিলেন অভিনেত্রী। ঐশ্বরিয়ার গায়ে ছিল লাল-কালো আউটফিট। শত বিতর্ক, চর্চার মাঝেও নিজের অনুরাগীর অনুরোধ ফেলেননি তিনি। হাসিমুখে সেলফি তোলেন।
সেই ছবি শেয়ার করে ওই অনুরাগী লেখেন, ‘জীবনে দুইবার নিজের আইডলের সঙ্গে দেখা হওয়া আলাদা করে উল্লেখ করার দরকার রাখে। আমার সঙ্গে এত ভালো ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ।
আমি যখন আপনাকে আমার জীবনে আপনার প্রভাব সম্পর্কে বললাম, কত গুরুত্ব দিয়ে আপনি শুনলেন! অনেকদিনের ইচ্ছে ছিল ধন্যবাদ জানাব। এই দুনিয়ার সকল খুশি আর আনন্দ আপনি পান, এই প্রার্থনা করি।’
এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, ‘কী উপলক্ষ্য?’ তাতে জেরি রেইনা লেখেন, ‘উনি (ঐশ্বরিয়া) ছুটি কাটাচ্ছেন। ঘুরতে ঘুরতে আমার কাজের জায়গায় এসে পড়েন।’
মুকেশ আম্বানির ছেলের বিয়ের পরই মুম্বাই ছাড়তে দেখা যায় ঐশ্বরিয়াকে। তবে সে সময় সঙ্গে ছিল মেয়ে আরাধ্যা। বউ বিদেশে থাকলেও, অভিষেক বর্তমানে মুম্বাইতে। তবে কি ভাঙনের জল্পনা সত্যি করে আলাদা আলাদাই ছুটি কাটাচ্ছেন এই তারকা জুটি। এই চর্চা আরও জোরালো হলো।
অনেকদিন ধরেই খবর, অভিষেক-ঐশ্বরিয়া আলাদা থাকছেন। এরপর আম্বানিদের বিয়েতে যখন গোটা বচ্চন পরিবার একসঙ্গে আসে, তখন আরাধ্যা আর ঐশ্বরিয়া আসেন আলাদা। এরপর বচ্চনদের সঙ্গে দূরত্ব বজায় রেখেই থাকেন দুজনে।
যদিও বিয়ের অনুষ্ঠানে কিছু সময়ের জন্য অভিষেক এসে মেয়ে-বউকে সঙ্গ দিয়েছিলেন। এরই মাঝে ডিভোর্স নিয়ে প্রকাশ হওয়া একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় লাইক করে আলাদা হওয়ার জল্পনাকে উসকে দেন অভিষেক। তবে এই জল্পনা কতটা সত্যি, তা তো সময়ই বলে দেবে।
সূত্র: ঢা/টা
আপনার মতামত লিখুন :