ময়মনসিংহের ভালুকায় শাহাদাৎ হোসেন নামের এক বয়স্ক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে, ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার হবিরবাড়ীর সাদচাঁন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত শাহাদাৎ হোসেন সাদচাঁন এলাকার মৃত ইসমাঈল হোসেনের ছেলে।
পরিবারের লোকজনের দাবী বৃদ্ধ শাহাদাৎ হোসেন ক্ষোভের কারণে আত্মহত্যা করতে পারে।
ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে নিহতের নিজ বাড়ী থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :