সর্বশেষ :

ইরাককে হারিয়ে কক্ষপথে ফেরা আর্জেন্টিনার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৪ । ১:০০ অপরাহ্ণ
ইরাককে হারিয়ে কক্ষপথে ফেরা আর্জেন্টিনার
সংগৃহীত ছবি

অলিম্পিক ফুটবলে প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে হেরে যাওয়ার পর, নকআউট পর্বে ওঠার রেসে টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে জিততেই হতো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে। শুরুতে এগিয়ে গিয়েও বিরতির আগে ইরাক গোল পরিশোধ করলে আর্জেন্টিনা শিবিরে শঙ্কার সৃষ্টি হয়। তবে দ্বিতীয়ার্ধে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা পুরো ম্যাচটা নিজেদের করে নেয়।

শনিবার প্যারিসের লিঁও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়ে কক্ষপথে ফিরেছে আর্জেন্টিনা। গ্রুপ ‘বি’তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা যুবারা, সমান পয়েন্ট ইরাকেরও। অন্যদিকে, গ্রুপ ‘সি’তে ডমিনিকান রিপাবলিককে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্পেন।

প্রতিপক্ষ ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা সুন্দর ফুটবল উপহার দেয়। ম্যাচের ১৪ মিনিটে থিয়াগো আলমেইদার গোলে লিড নেয় তারা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে ইরাকের আইমেন হোসেন সমতা আনেন। বিরতির পর আর্জেন্টিনার আক্রমণগুলো থামাতেই বেশি ব্যস্ত ছিলেন ইরাকের ফুটবলাররা।

শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের আটকে রাখতে পারেনি ইরাক। ৬২ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লুসিয়ানো গুনদো। এই গোলের পর ইরাক মরিয়া হয়ে খেলতে থাকে। তবে ৮৫ মিনিটে এজেকুয়েল ফার্নান্দেজের চোখ ধাঁধানো গোলে আলবিসেলেস্তেদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। বাকি সময়ে নাটকীয় কিছু করতে পারেনি ইরাক। ৩০ জুলাই ইউক্রেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে আর্জেন্টিনা।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১