হোয়াটসঅ্যাপে কমিউনিটি গ্রুপের জন্য নতুন আইকন
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৪ । ১২:৫২ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
হোয়াটসঅ্যাপ আইওএস ডিভাইসে কমিউনিটি গ্রুপের জন্য একটি নতুন আইকন চালু করেছে যাতে ব্যবহারকারীরা সহজেই সাধারণ গ্রুপের থেকে কমিউনিটি গ্রুপ আলাদা করতে পারেন।
নতুন আইকন কিভাবে চিনবেন:
- কমিউনিটি গ্রুপের ছবির পেছনে হালকা সবুজ রঙের একটি আইকন দেখা যাবে।
- আইকনে একটি মেগাফোনের প্রতীক থাকবে।
এই নতুন আইকন কেন ব্যবহার করা হচ্ছে:
- কমিউনিটি গ্রুপ এবং সাধারণ গ্রুপের মধ্যে পার্থক্য স্পষ্ট করা।
- ব্যবহারকারীদের জন্য তাদের কমিউনিটি গ্রুপগুলো দ্রুত খুঁজে বের করা সহজ করা।
কোথায় পাবেন এই নতুন আইকন:
- হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে
কখন পাবেন এই নতুন আইকন:
- কিছু বেটা টেস্টার ইতিমধ্যেই এই নতুন ফিচার ব্যবহার করতে পারছেন।
- হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে সকল আইওএস ব্যবহারকারীর জন্য এটি রোল আউট করবে।
আপনার মতামত লিখুন :