বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের খবর ভারতেও ছড়িয়ে পড়েছে। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারানো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন তারকা শিল্পী। আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী, গীতিকার ও পরিচালক ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি সামাজিকমাধ্যমে নিজেদের সংহতি প্রকাশ করেছেন।
স্বস্তিকা মুখার্জি
স্বস্তিকা মুখার্জি ঢাকায় চলমান অস্থিরতা দেখে ব্যথিত। তিনি ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নিজের ক্যাম্পাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতোই দেখছেন। সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, “এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় বিশ্বের খবর তেমন একটা চলে না। আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ খবর পেতে দেরি হলো। কয়েক মাস আগে বাংলাদেশ গিয়েছিলাম, খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না। মা’ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি। আজ ভিডিওতে গুলির ধোঁয়া দেখলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। আজ সেখানে বারুদের গন্ধ।”
সাহানা বাজপেয়ী
জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন। তিনি সামাজিকমাধ্যমে আবু সাঈদের প্রতিবাদি ছবি শেয়ার করে লিখেছেন, “মৃত্যুর আগে আবু সাঈদ সোস্যাল মিডিয়ায় ‘৬৯ সালের শহীদ শিক্ষক শামসুজ্জোহার কথা লিখেছিলেন। ডক্টর শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্রদের রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন।”
ইন্দ্রদীপ দাশগুপ্ত
বিখ্যাত সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সামাজিকমাধ্যমে লিখেছেন, “জীবন আপনাকে মনে রাখবে, ভাই। ক্ষমতার সাথে সাথে দায়িত্ব আসে, যা সত্য প্রায়শই ভুলে যায় এবং অগ্রাহ্য হয়। এমন সরকারের জন্য তীব্র লজ্জা। বাংলাদেশের ছাত্র সমাজের সাথে নিরঙ্কুশ সংহতি।”
অনিন্দ্য চ্যাটার্জি
অনিন্দ্য চ্যাটার্জি আবু সাঈদের ছবি শেয়ার করে ক্ষুদিরাম বসুর কবিতা ক্যাপশন দিয়েছেন। তিনি লিখেছেন, “লড় – না লড়তে পারলে বলো। না বলতে পারলে লেখো। না লিখতে পারলে সঙ্গ দাও। না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে, তার মনোবল কমিও না। কারণ, সে তোমার ভাগের লড়াই লড়ছে।”
কৌশিক সরকার
কলকাতার গুণী শিল্পী কৌশিক সরকার পেন্সিলে আবু সাঈদের ছবি এঁকে সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে…”
তথ্য সূত্রঃ যুগান্তর
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :