সর্বশেষ :

আন্দোলনকারীদের হামলায় র‍্যাব সদস্য গুরুতর আহত, অবস্থা সংকটাপন্ন


অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৪ । ৮:১৬ অপরাহ্ণ
আন্দোলনকারীদের হামলায় র‍্যাব সদস্য গুরুতর আহত, অবস্থা সংকটাপন্ন
সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকারীদের হামলায় র‍্যাবের কনস্টেবল পদে কর্মরত উত্তম নামের একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ সময় র‍্যাবের একটি গাড়ি ভাঙচুরও করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস জানান, উত্তরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছিলেন। এ সময় কনস্টেবল উত্তমকে একা পেয়ে বেধড়ক মারপিট করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১