সর্বশেষ :

আর্জেন্টিনাকে ত্রিমুকুট এনে দিলেন লাওতারো মার্টিনেজ


অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৪ । ১১:৪৪ পূর্বাহ্ণ
আর্জেন্টিনাকে ত্রিমুকুট এনে দিলেন লাওতারো মার্টিনেজ
সংগৃহীত ছবি

আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের কাছে এবার কোপা আমেরিকা পরিচিতি পেয়েছে ‘ট্রিপল করোনা’ নামে, যার অর্থ ত্রিমুকুট। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপের পর আবার মহাদেশীয় শিরোপা জিতে নিশ্চিত হলো এই ত্রিমুকুট। সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনাকে এই ত্রিমুকুট এনে দিলেন লাওতারো মার্টিনেজ। কলম্বিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করেন তিনি। এতে স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল হলো আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতলো আলবিসেলেস্তরা। এছাড়াও টানা দু’বার কোপা জিতে রেকর্ড ১৬ বার কোপা জেতার নজিরও তৈরি করল আর্জেন্টিনা।

দর্শক হাঙ্গামার কারণে প্রায় ৮২ মিনিট পর শুরু হয় আর্জেন্টিনা-কলম্বিয়ার হাইভোল্টেজ এই ফাইনাল। খেলা শুরু হবার কয়েক ঘণ্টা আগে খুলে দেয়া হয় স্টেডিয়ামের গেট। সেখানে অসংখ্য কলম্বিয়ান সমর্থক বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করে। ফলে হট্টগোল বাধে। নিরাপত্তায় থাকা পুলিশ পুরোপুরি প্রটোকল মানতে না পারায় কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েন বিনা টিকিটে। পরে পুলিশ এসে গ্যালারির গেটগুলো বন্ধ করে দেয়।

প্রথমার্ধে দুই দলই সমানে সমান লড়াই করলেও আর্জেন্টিনা প্রচুর মিস পাস করে এবং বল দখলে রাখতে পারেনি। কলম্বিয়া বলের দখল রাখে ৫২.২ শতাংশ সময় এবং তারা ৮টি শট নেয় যার মধ্যে ৪টি অন টার্গেটে ছিল। অন্যদিকে, আর্জেন্টিনা নেয় ৩টি শট, যার মধ্যে মাত্র ১টি অন টার্গেটে ছিল। আর্জেন্টিনা কর্নার পেয়েছিল ৪টি, কলম্বিয়া ১টি।

প্রথমার্ধে উল্লেখযোগ্য সুযোগগুলো আসে জুলিয়ান আলভারেজ, লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজের থেকে। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তাদের শটগুলো দক্ষতার সঙ্গে প্রতিহত করেন।

প্রথমার্ধের বিরতির পর প্রায় ৩৩ মিনিট পারফর্ম করেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার পারফরম্যান্স শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুই দল। ৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টার ও ৫৮ মিনিটে ডি মারিয়া গোলের সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু কলম্বিয়ার রক্ষণভাগ তাদের শট প্রতিহত করে।

ম্যাচের ৬৬ মিনিটে লিওনেল মেসি মাঠ ছাড়েন এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছে আর্মব্যান্ড তুলে দেন। মেসি সাইডবেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েন।

অতিরিক্ত সময়ে খেলা টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখনই ১১২ মিনিটে লো সেলসোর পাস ধরে বক্সে ঢুকে গোল করেন লাওতারো মার্টিনেজ। আর্জেন্টাইন মহাতারকা মেসি জড়িয়ে ধরেন ফাইনালের গোলস্কোরারকে।

খেলার বাকি সময়ে কলম্বিয়ার ফুটবলাররা শারীরিক শক্তি ব্যবহার করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ দৃঢ় ছিল। লাওতারোর একমাত্র গোলে কোপা জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা, যা তাদের ত্রিমুকুট পূর্ণ করলো।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১