সর্বশেষ :

হাসপাতালে ঋতাভরী চক্রবর্তী


অনলাইন ডেস্ক
জুলাই ৭, ২০২৪ । ২:০৩ অপরাহ্ণ
হাসপাতালে ঋতাভরী চক্রবর্তী

হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অনেকদিন ধরেই শারীরিক নানান সমস্যায় ভুগছেন তিনি। ‘বহুরূপী’র শুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন, কিন্তু সে অবস্থাতেই কাজ চালিয়ে গেছেন ঋতাভরী।
বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান নায়িকা, পরে জানা যায় গলব্লাডারে স্টোন রয়েছে তার। অভিনেত্রীর গলব্লাডারে পাথর রয়েছে। বর্তমানে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত ৬ জুলাই শনিবার তড়িঘড়ি অস্ত্রোপচার হয়েছে তার।
ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রীর এক ঘনিষ্ঠ জানান, এই অপারেশনটা দরকার ছিল। সফল অস্ত্রোপচারের পর বিশ্রামে আছেন অভিনেত্রী। আপতত নায়িকার পরিস্থিতি স্থিতিশীল, তিনি বিপদমুক্ত। তার সঙ্গে রয়েছেন মা শতরূপা সান্যাল এবং দিদি চিত্রাঙ্গদা।

শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে দিদির বিয়ের অদেখা মুহূর্ত তুলে ধরেছিলেন ঋতাভরী। ক্যাপশনে লিখেছেন, ‘তিতিন সোনার বিয়ের কিছু মুহূর্ত’। আদর করে চিত্রাঙ্গদাকে তিতিন বলে ডাকেন ঋতাভরী, আর তার ডাকনাম পলিন।
এর আগে ২০২১ সালেও একবার হাসপাতালে ভর্তি হন ঋতাভরী। ওই সময় ফিসচুলার অপারেশন হয়েছিল নায়িকার। পিত্তথলিতে পাথর রয়েছে অভিনেত্রীর,
সেই রিপোর্ট হাতে আসার পর দেরি করেননি ঋতাভরী। তড়িঘড়িই অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। গত মাসের শেষেই নিজের আইডিয়াল স্কুলের শিশুদের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি।
সূত্র: স/ আলো

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১