সর্বশেষ :

জাতীয় ঈদগাহে জমকালো ঈদের জামাত, নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি


অনলাইন ডেস্ক
জুন ১৭, ২০২৪ । ৭:৫৬ পূর্বাহ্ণ
জাতীয় ঈদগাহে জমকালো ঈদের জামাত, নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি
সংগৃহীত ছবি

ঈদুল আজহার আনন্দে মুখরিত সারা দেশ। রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ মাঠে আজ সোমবার (১৭ জুন) সকাল সাড়ে সাত টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও বিপুল সংখ্যক মুসল্লি।

 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জামাতে ইমামতি করেন। ভোর থেকেই জাতীয় ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণে সম্পন্ন হয় ঈদের এই জামাত। ঈদের নামাজ শেষে বিশ্বশান্তি ও মানবজাতির মঙ্গলের জন্য দোয়া করেন মুসল্লিরা।

 

এর আগে আষাঢ়ের মেঘমুক্ত আকাশে জাতীয় ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা।

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হয় সকাল ৭টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ হাফেজ মাওলানা এহসানুল হক। পরবর্তী জামাতগুলোতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম, মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান এবং মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০