অভিনয়ের পাশাপাশি গান গেয়ে সবার মন জয় করে নিয়েছেন তানসিয়া ফারিণ। তার মনেও রয়েছ অনেক পছন্দের শিল্পী। তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের পপতারকা টেইলর সুইফট।
আতদিন তার গান সিডিতে শুনে বা ভিডিওতে দেখে মন ভরিয়েছেন ফারিণ। দীর্ঘদিন সুইফটকে সামনাসামনি দেখার ইচ্ছা লুকিয়ে ছিল তার মনে। এবার সেই ইচ্ছা পূরণ হয়েছে স্কটল্যান্ডে গিয়ে।
সুত্রঃ দৈ/যু
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :