মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জি.আর ২৬/২০১৪ (বড়লেখা) মামলায় ৬ জন আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত।
বুধবার (২৯মে ) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ মো: কায়সার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন।
কারাদণ্ড ও জরিমানা প্রাপ্ত আসামিরা হলেন,মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের আকবর আলীর ছেলে অহিদ আহমদ ওরফে অহিদ আলী,পানিধার গ্রামের উস্তার আলীর ছেলে মোঃ নানু মিয়া,
মুছেগুল গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে নিজাম উদ্দিন,মুছেগুল গ্রামের আনছার আলীর ছেলে জুবায়ের আহমদ ওরফে শিমুল, কাঁঠালতলি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে জসিম উদ্দিন ও কাঁঠাল তলি গ্রামের আইয়ুব আলীর ছেলে ছয়ফুল ইসলাম।
আদালতে রায় প্রদানের সময় রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট সৈয়দ সাইফুর রহমান ( এপিপি) ও আসামীদের পক্ষে এডভোকেট বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অবস্থিত কাঁঠালতলি এলাকায় গত ০৪/০২/২০১৪খ্রি. তারিখ উক্ত মামলার সংবাদদাতা এনাম উদ্দিন, পিতা- নুর উদ্দিন, সাং কাঁঠালতলী, থানা-বড়লেখা,
জেলা-মৌলভীবাজার এর সাথে সাজাপ্রাপ্ত আসামীদের পূর্ব আক্রোশের জেরে মারামারির ঘটনা কেন্দ্র করে মোট ১৪ জনকে আসামী করে অত্র মামলা দায়ের করেন।আদালতের বিচারক ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হলে এ রায় প্রদান করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী প্রণব চন্দ্র গোপ সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও
জরিমানা দিয়েছেন। অভিযুক্ত আসামী অহিদ আহমদ ওরফে অহিদ আলী, পিতা-আকবর আলী, কাঁঠালতলী উত্তরভাগ, থানা বড়লেখা, জেলা মৌলভীবাজার কে পেনাল কোডের ৩০৭ ধারায় দোষী স্বাবস্থ্য করত: ০৫ বৎসর সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড,
মোঃ নানু মিয়া, পিতা উস্তার আলী, সাং পানিধার, থানা বড়লেখা, জেলা মৌলভীবাজার কে পেনাল কোডের ৩২৫ ধারায় দোষী স্বাবস্থ্য করত: ০৫ বৎসর সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, নিজাম উদ্দিন পিতা মৃত আব্দুস শুকুর, সাং- মুছেগুল, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার- কে পেনাল কোডের ৩২৪ ধারায় দোষী স্বাবস্থ্য করত: ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড ও ৩০০০/- টাকা অর্থদন্ড,
অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড, জুবায়ের আহমদ ওরফে শিমুল, পিতা-আনছার আলী, সাং-মুছেগুল, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার-কে পেনাল কোডের ৩২৬ ধারায় দোষী সাব্যস্থ করত: ০৫ বৎসর সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, জসিম উদ্দিন,
পিতা- মৃত ময়না মিয়া, সাং- কাঁঠালতলী ও ছয়ফুল ইসলাম পিতা- আইয়ুব আলী সাং- কাঁঠালতলী উত্তরভাগ উভয় থানা বড়লেখা, জেলা মৌলভীবাজার কে ৩২৩ ধারায় দোষী স্বাবস্থ্য করত: ০৩ (তিন) মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।
তিনি আরো ও জানান রায় ঘোষণা শেষে দন্ড প্রাপ্ত আসামী ছয়ফুল ইসলাম আদালতে হাজির থাকায় তাকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। অন্যান্য সাজাপ্রাপ্ত আসামী পলাতক থাকায় তাদের প্রতি গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :