সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চপল’কে জেলা জাতীয় পার্টির সমর্থন
মমিনুল বখত সানি,সুনামগঞ্জ:
প্রকাশের সময় : মে ২৩, ২০২৪ । ১২:১৬ অপরাহ্ণ
ফলো করুন-
সুনামগঞ্জ সদর উপজেল পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল হুদা চপলকে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে
জেলা জাতীয় পার্টি সমর্থন দিয়েছে। এ উপলক্ষ্যে জেলা পরিষদ হলরুমে সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু পরিচালনায়
সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত সমর্থন সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাশ, চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জল সহ সদর ঊপজেলার প্রত্যেক ইঊনিয়ন,ওয়ার্ড থেকে আগত জাতীয় পার্টি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্ত্যেব্য নুরুল হুদা মুকুট বলেন, আপনারা যোগ্য দেখে ভোট দিবেন। প্রার্থীদের মধ্যে যে প্রার্থী নিজের চিন্তা না করে জণগনের চিন্তা ভাবনা ও উন্নয়ন নিয়ে কাজ করবেন তাকেই আপনার ভোট দিবেন।
আপনাদের সুখে দুঃখে অতীতে চপল আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। আর আপনাদের উন্নয়ন ও শান্তি জন্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকে ভোট দিবেন আপনাদের কাছে এই প্রত্যাশা। চপল বিজয়ী হলে সদর ঊপজেলা উন্নয়নের দায়িত্ব আমি নেব। সকলেই মিলে স্মার্ট সুনামগঞ্জ গড়ে তুলব।
আপনার মতামত লিখুন :