৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে (মঙ্গলবার) অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ানম্যান পদে দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব (মোটরসাইকেল) ৩৭ হাজার ৫৪৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক প্রামানিক (আনারস) পেয়েছেন ২০হাজার ৪২৯ ভোট।
৭ হাজার ১৫০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা নাছরিন রূপা (কাপ পিরিচ)। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার(তালা) ২৭ হাজার ৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সিদ্দিক আলম (টিউবওয়েল) পেয়েছেন ২৭ হাজার ২৫৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহমিদা আক্তার(হাঁস) ২৯হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খাতিজা আক্তার রিতা (প্রজাপতি) পেয়েছেন ১৯হাজার ৮৫১।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :