ভালুকায়  গৃহবধূ হত্যা মামলার আসামি ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার 


আজহারুল ইসলাম ব্যুরোচীফ,ময়মনসিংহ:
প্রকাশের সময় : মে ৯, ২০২৪ । ৫:২৭ অপরাহ্ণ
ভালুকায়  গৃহবধূ হত্যা মামলার আসামি ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার 

ভালুকায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা মামলার অন্যতম আসামী সেই খুনী স্বামীকে গ্রেফতার করলো, মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ০৭মে সকালে ময়মনসিংহের ভালুকা থানাধীন কাঁচিনা গ্রামের জনৈক হাবিবুর রহমান শামীমের বাড়ীর উত্তর পাশের ধানক্ষেতে এক গৃহবধূর গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয় জনগন।

ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করেন । ঘটনায় ডিসিস্ট হাজেরা খাতুন (৩৫) এর বাবা মোঃ হাছেন থানায় অভিযোগ দায়ের করলে সুত্রোক্ত মামলা রুজু হয়। উক্ত মামলা রুজু হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীনের  তত্বাবধানে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ,

পিপিএম (বার) এর নির্দেশনায় এসআই (নিঃ) নিরুপম নাগ, বিপিএম, এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা ও কং/৪৮৩ জোবায়েদ হোসেন চৌধুরীদের সমন্বয়ে একটি চৌকশ আভিযানিক টিম ঢাকা, ফরিদপুর, গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া,

৮ মে বিকাল ০৩:৩০ ঘটিকার সময় টঙ্গী রেলওয়ে ষ্টেশন থেকে উক্ত ঘটনার মূল আসামী ডিসিস্ট হাজেরা খাতুন (৩৫) এর ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮), পিতা- মৃত আজহারুল ইসলাম, মাতা- মোছাঃ সুফিয়া খাতুন, সাং- কাচিনা পশ্চিমপাড়া, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

আসামির দেখানো মতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮) নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ ৮ নং জি.আর আমলী আদালতে, ময়মনসিংহ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১