সর্বশেষ :

বড়লেখা আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস তৎপরতায় শান্তিপূর্ণভাবে শেষ হলো উপজেলা পরিষদ নির্বাচন


মোঃ নজরুল ইসলাম  বড়লেখা: 
প্রকাশের সময় : মে ৯, ২০২৪ । ১:১৫ অপরাহ্ণ
বড়লেখা  আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস তৎপরতায় শান্তিপূর্ণভাবে শেষ হলো উপজেলা পরিষদ নির্বাচন
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের  চেয়ারম্যান পদে মো. আজির উদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আবিদুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. আজির উদ্দিন ও চশমা প্রতীক নিয়ে মাওলানা আবিদুর রহমান নির্বাচিত হন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬৯ কেন্দ্রে মো. আজির উদ্দিন ৩২ হাজার ৯১৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সোয়েব আহমদ (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৬৯ ভোট।
তৃতীয় স্থানে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (আনারস) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ ভোট ও চতুর্থ স্থানে থাকা ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ হাসান উট প্রতীকে পেয়েছেন ৯ শত ১৪ ভোট।
এদিকে মাওলানা আবিদুর রহমান চশমা প্রতীকে ২৫ হাজার ১৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪৬১ ভোট। তৃতীয় স্থানে থাকা বর্তমান উপজেলা ,
ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮২৩ ভোট ও চতুর্থ স্থানে থাকা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন পেয়েছেন ১৫ হাজার ৫৯ ভোট। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোগ্রহণ সম্পন্ন হয়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১