সর্বশেষ :

ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেবেন না : বাইডেন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ৯, ২০২৪ । ১২:৩৯ অপরাহ্ণ
ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেবেন না : বাইডেন

যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে তিনি ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানাবেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এ কথা বলেছেন।

ট্রাম্প ও বাইডেন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন। চলতি বছরের নির্বাচনেও এ দুজন আবার মুখোমুখি হচ্ছেন। যদিও এ নিয়ে আমেরিকান জনগণ খুব একটা উৎসাহী নয়।

সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্পের নির্বাচনের ফলাফল মেনে না নেয়ার বিষয়টি তুলে ধরে বাইডেন বলেন, “আমি বলছি তিনি মানবেন না। যা খুবই বিপদজনক।”

ট্রাম্প বারবার আইনী চ্যালেঞ্জে হেরে যাওয়ার পরও জোর দিয়ে বলে যাচ্ছেন ২০২০ সালের নির্বাচনে তিনি জিতেছিলেন। যদিও বিষয়টি তিনি প্রতিষ্ঠিত করতে পারেন নি।

এ প্রেক্ষিতে বাইডেন বলেন, “তারা  কতো আদালতে মামলা করেছেন? সুপ্রিম কোর্টের মামলাগুলো? সকলেই বলেছে,‘নির্বাচন সম্পূর্ণ বৈধ হয়েছে’। এই হলো ট্রাম্প।”

নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিনে বাইডেন এসব কথা বলেন। এখানে গত সপ্তাহে ট্রাম্প তার প্রচারণা চালিয়েছিলেন।
বাইডেনের বর্তমান বয়স ৮১ বছর। যুক্তরাষ্ট্রে তিনি এ যাবতকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তিনি বলেছেন, মার্কিন মিত্ররা আশা করছে তিনি নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পাবেন।

 

সুত্রঃ বাসস

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১