সর্বশেষ :

ছাতকে যুক্তরাজ্য প্রবাসি জসিম উদ্দিন’র অর্থায়নে গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে ছাতা বিতরণ


তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ:
প্রকাশের সময় : মে ৯, ২০২৪ । ৫:২১ অপরাহ্ণ
ছাতকে যুক্তরাজ্য প্রবাসি জসিম উদ্দিন’র অর্থায়নে গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে ছাতা বিতরণ
বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজ সেবক, যুক্তরাজ্য প্রবাসি জসিম উদ্দিন’র অর্থায়নে জনতা উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কে ছাতা বিতরন করা হয়েছে।
উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের “জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী’র প্রায় অর্ধ শতাধিক উপকার ভোগী শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ছাতা বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১১ ঘটিকায় কামরাঙ্গী জনতা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এসব ছাতা প্রদান করেন অতিথিবৃন্দ।
জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (ভারপ্রাপ্ত)সভাপতি ছাদিক আহমদের সভাপতিত্বে ও জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাছিতুর রহমানের পরিচালনায় অনুষ্টিত ছাতা বিতরনী কার্যক্রম পূর্ব আলোচনা ও বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিন’র স্বজন, সমাজকর্মী জয়নাল আবেদীন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, ছাতক প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু,সিনিয়র শিক্ষক গওছুল আজম,  বিদ্যালয়ের এসএমসি’র সদস্য হাবিবুর রহমান, অভিভাবক সদস্য দূদু মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জনতা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও শাহনুর আলী।  এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুনির্মল পুরকায়স্থ,শিক্ষক হযরত আল মামুন, গোবিন্দ রায়, ফয়সল আহমদ সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকা, উপকার ভোগী শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১