সর্বশেষ :

উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদরে ভোটার উপস্থিতি একেবারেই কম


জুয়েল রানা,কুষ্টিয়া: 
প্রকাশের সময় : মে ৮, ২০২৪ । ৪:১৮ অপরাহ্ণ
উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদরে ভোটার উপস্থিতি একেবারেই কম
কোন লাইন নেই,শহরের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে প্রথম ২ ঘণ্টায় মাত্র ১২ টি ভোট পড়েছে। এরমধ্যে মাহবুবউল আলম হানিফ এমপির ভাই চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আতা ও তার ছেলে ভোট দিয়েছেন। এ উপজেলার কেন্দ্রগুলোতে ভোটার যেন সোনার হরিণ।
একেবারেই দেখা মিলছে না। কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাপস কুমার সেন গুপ্ত জানান, এখানে মোট ভোটার ২৩৮০। প্রথম ঘণ্টায় ১২ টি ভোট পড়েছে।
আর ভোটের একদিন আগে হামলায় আহত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আবু আহাদ আল মামুনের কোন এজেন্ট ভোটকেন্দ্রে দেখা যায়নি। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সকাল ৮টার পরপর কুষ্টিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোট দিয়ে আতাউর রহমান আতা বলেন, রাতে বৃষ্টি হয়েছে, এ কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে। তবে এর সঙ্গে বিএনপির ভোট বিরোধী পোস্টার বিতরণের কোন সম্পর্ক নেই।
স্বাধীনতার পক্ষের জনগণ ভোট দিতে আসবে। অন্য একটি উপজেলা খোকসাতে জমজমাট ভোট হচ্ছে। চেয়ারম্যান পদে তিনজন শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় তুলনামূলক ভোটার উপস্থিতি বেশি।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১