সর্বশেষ :

সাতক্ষীরায় বাঁকালের বিদ্যুৎ অফিসে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামিকে নৈশ প্রহরীর দায়িত্ব দেওয়ায় সচেতন মহলের ক্ষোভ


আব্দুর রশিদ, সাতক্ষীরা:
প্রকাশের সময় : মে ৬, ২০২৪ । ৬:১১ অপরাহ্ণ
সাতক্ষীরায় বাঁকালের বিদ্যুৎ অফিসে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামিকে নৈশ প্রহরীর দায়িত্ব দেওয়ায় সচেতন মহলের ক্ষোভ

সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ডে প্রকাশ্যে ঘটে যাওয়া অত্র এলাকার একটি চাঞ্চল্যকর ঘটনা সাংবাদিক রমজান আলী হত্যা প্রচেষ্টা মামলার মূলহোতা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ও অত্র মামলার চার্জশিটভ‚ক্ত আসামি বাঁকালের আক্কাজের ছেলে

গফ্ফারকে সাতক্ষীরা বাঁকালে অবস্থিত বাঁকাল ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবেশন কোম্পানী লিঃ (ওজোপাডিকো) তে নৈশ প্রহরি হিসাবে নিয়োগ দেওয়ায় ক্ষোভে ফুসে উঠেছে অত্র এলাকার সচেতন মহল।

সচেতন মহলের দাবী বাঁকাল ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবেশন কোম্পানী লিঃ (ওজোপাডিকো)তে সরকারের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে যেটি এমন সন্ত্রাসীর হাতে সূরক্ষিত নয়।

ঘটনাটি সম্বন্ধে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার তকিবুর রহমানকে অবহিত করা হলে তিনি সাংবাদিকদের জানান বিষয়টি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবেশন কোম্পানী লিঃ (ওজোপাডিকো)র হেড অফিসকে জানানো হয়েছে।

তারা সবকিছ‚ যাছাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে নিশ্চিত করেন। অনুসন্ধানে জানা যাই,২৩ শে অক্টোবর ২০২৩ সকাল আনুমানিক ১১ টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গফফারের সন্ত্রাসী বাহিনী দৈনিক ভোরের চেতনার সাতক্ষীরা জেলা

প্রতিনিধি ও বকচারা আহমাদিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ রমজান আলীর উপর অতকির্ত হামলা চালায় দস্তাদস্তির এক পর্যায়ে সন্ত্রাসী গফ্ফারের হুকুমে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য অত্র মামলার ১ নং আসামী ভাড়াটে খুনি ইটাগাছার গিয়াসউদ্দীনের ছেলে নাহিদ সাংবাদিক রমজান আলীর পেটে ছুরি মেরে পালিয়ে যায়।

শুধূ তাই নয় অত্র ঘটনার ভিডিও ধারন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার স্বীকার হন দৈনিক সাতনদীর নিজস্ব প্রতিবেদক ইমান আলীসহ আরো ৪/৫ জন । উক্ত ঘটনার প্রেক্ষিতে রমজান আলীর মেজো ভাই আব্দুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আব্দুর রহমানের দায়েরকৃত হত্যা প্রচেষ্টা মামলায় গফফার দোষী স্বাবস্থ হলে তাকে কারাগারে প্রেরণ করেন সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ৩২ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পায় গফফার।পরবর্তীতে ২৪ ই এপ্রিল ২০২৪ তারিখে ধার্যদিনে হাজির না হওয়ায় পূর্ণরায় গফফারকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত, ৮ দিন পলাতক থাকার পর ০২ মে জামিনে মুক্তি পায় গফফার ।

তারপরও অদৃশ্য ক্ষমতাবলে বিদ্যুৎ অফিসের কর্মকতাদের ম্যানেজ করে বহাল তবিয়্যতে বাঁকাল বিদ্যুৎ অফিসে কর্মরত আছে পফফার। যেটি বাঁকাল ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবেশন কোম্পানী লিঃ ওজোপাডিকো জন্য মারাত্বক হুমকী বলে মনে করছেন সচেতন মহল।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১